বিশ্বের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১৮ টি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা জনপ্রিয় ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’।
সোমবার (২৪ নভেম্বর) ওয়েবসাইটটির দুপুরের আপডেটে এ তথ্য জানানো হয়।
সেখানে আরও জানানো হয় গত সাতদিনে বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত ৮৫১টি ভূমিকম্প এবং গত একমাসে তিন হাজার ৫৪৩ টি ভূমিকম্প হয়েছে।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে প্রাণ যায় ১০ জনের। আহত হন ছয় শতাধিক মানুষ। মুহূর্তের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভীতি ও আতঙ্ক। এরপর ৩২ ঘণ্টার মধ্যে আরও তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশ ভারত বা মিয়ানমার নয়, প্রতিটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে নরসিংদী, মাধবদী, সাভারের বাইপাইল ও রাজধানীর বাড্ডায়। ঢাকা এবং এর কাছাকাছি এলাকা ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হওয়ায় আতঙ্কে দিন কাটছে রাজধানীবাসীর। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নানা ঘোষণা দেওয়া হচ্ছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। গ্যাসকূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কাজও স্থগিত রাখা হয়েছে।
ঝুঁকি মোকাবিলায় সব পর্যায়ে প্রস্তুতি নিতে হবে।’
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ভূমিকম্প আমাদের জন্য এক সতর্কবার্তা। এ বার্তা অবহেলা করলে বড় বিপর্যয় ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ কাঠামো চিহ্নিত করে সেগুলো সিল বা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যৎ বিপর্যয় ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে।’
এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন এবং আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ০২৫৮৮১১৬৫১ নম্বরে কল করলে দ্রুত সাড়া পাওয়া যাবে।
